রাঙ্গামাটিতে ৪৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে তৎপর রাঙ্গামাটি পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তৎপরতা ক্রমে জোরালো হয়ে উঠছে। শহরজুড়ে শুরু হয়ে নির্বাচনী হাওয়া। নির্বাচনে একদিকে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে চুলচেড়া বিশ্লেষণ করছেন ভোটাররা। ভোটারদের দৃষ্টি দলীয় মনোনয়নের দিকে। অন্যদিকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে মরিয়া দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও।
ভোটারদের সমর্থন আদায়ে ঘরে ঘরে যেতে শুরু করেছেন তারা। পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা। এ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩ জন। জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
রিটার্নিং অফিস সূত্র জানায়, রোববার অফিস চলাকালীন পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগ নেতা অমর কুমার দে (স্বতন্ত্র), সাবেক মেয়র মো. হাবিবুর রহমান (আ. লীগ), সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মহসিন রোমান (আ. লীগ), জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. আবদুল মতিন (আ. লীগ) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান (আ’লীগ)। এছাড়া কাউন্সিলর পদে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে তিনজন এবং সাধারণ ওয়ার্ডে ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে সব মিলিয়ে নির্বাচন ঘিরে রাঙ্গামাটি পৌর শহরজুড়ে জমছে আলোচনা। মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে জোর লবিংয়ে ব্যস্ত বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় পর্যবেক্ষণে দেখা যায়, এবার রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত তিনটি দল আওয়ামী লীগ, বিএনপি ও আঞ্চলিক দল জনসংহতি সমিতির প্রার্থীদের মধ্যে। জনসংহতি সমিতি ইতিমধ্যে ডা. গঙ্গামানিক চাকমাকে সমর্থন দিয়েছে বলে জানা যায়।
দলীয় সূত্র মতে, আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন তরুণ ব্যক্তিত্ব শহীদুজ্জামান রোমান, সাবেক মেয়র মো. হাবিবুর রহমান ও পৌর আওয়ামী লীগ সভাপতি মো. সোলায়মান। বিএনপিতে সম্ভাবনা রয়েছে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আজমের। তবে বিএনপির কেউ এখনো মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
জানা যায়, রাঙ্গামাটি পৌরসভার সৃষ্টি ১৯৭২ সালে। বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা এটি। রাঙ্গামাটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৭৮৪। তন্মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ১০৮ জন এবং মহিলা ভোটার ২৫ হাজার ৬৮৬ জন।
দলীয় মনোনয়ন বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর বলেন, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে এখনো প্রার্থিতা চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই প্রার্থী ঘোষণা হবে।
জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, প্রার্থিতার ব্যাপারে দলের কেন্দ্রীয় হাইকমান্ড থেকে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সুশীল প্রসাদ চাকমা/বিএ