ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক উল্টে খাদে পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ১১:০৮ এএম, ৩০ এপ্রিল ২০২১

রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে মিঠাপুকুর উপজেলার কাশিপুরে ঢাকা-রংপুর মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ামিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পেঁয়াজবোঝাই ট্রাকটি বাগেরহাট থেকে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় মিঠাপুকুরের ঢাকা-রংপুর মহাসড়কের কাশিপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে গুরুতর আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

নিহতের মরদেহ রমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

জানা যায়, ট্রাকটিতে অন্তত ১১ জন যাত্রী ছিলেন। তাদের বাড়ি রংপুরসহ আশপাশের জেলায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছেন।

জিতু কবীর/এসএমএম/এমএস