ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪৬

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ৩০ এপ্রিল ২০২১

নোয়াখালীতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৪৬ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

ডা. মাসুম বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ১৩ জন, সুবর্ণচরে একজন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ১৫ জন, সোনাইমুড়ীতে পাঁচজন, চাটখিলে একজন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে পাঁচজন ও কবিরহাটে পাঁচজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫৫৫ জন।

তিনি আরও জানান, মোট আক্রান্তের হার ৯ দশমিক ৪৯ শতাংশ। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন ও আইসোলেশনে আছেন ১৭ জন।

এসএমএম/এমএস