ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে দুই ইউপিডিএফ কর্মী আটক

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে রোববার বেলা সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।    

আটকরা হলেন, পার্বত্য চুক্তি বিরোধী পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি নিরূপা চাকমা ও কর্মী দ্বিতীয়া চাকমা। এছাড়া দীবিক্ষ দেওয়ান ও জয়শীষ চাকমা নামে অপর দুই শিক্ষার্থীকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।  

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন ভূঁইয়া জানান, বিনা অনুমতিতে সমাবেশ করতে চাইলে তাতে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় ইউপিডিএফ কর্মীরা। এ সময় তারা ইট-পাটকেলও নিক্ষেপ করে।

এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ইউপিডিএফ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উপজেলা পরিষদের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

এরআরএ/আরআইপি