২০০ পরিবারকে চাল কিনে দিলেন প্যানেল মেয়র
অসহায় ২০০ পরিবারকে নিজের টাকায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) চাল কিনে দিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর। বুধবার (২৮ এপ্রিল) সকালে ওএমএস কার্ডধারী ২০০ পরিবারকে পাঁচ কেজি করে চাল কিনে দেন তিনি।
চাল কিনতে আসা মো. মিন্টু জানান, চাল কেনার জন্য টাকা নিয়ে এসেছি। ডিলার পয়েন্ট থেকে চাল নেয়ার পর জানলাম চালের মূল্য আমাদের কাউন্সিলর দিবেন। এ টাকা দিয়ে আমি বাসার অন্য বাজার করতে পারব।
চাল নিতে আসা রহিমা বেগম নামে এক নারী বলেন, চালের টাকা যে কাউন্সিলর দিবে তা আমি জানতাম না। বিনামূল্যে চাল পেয়ে খুশি আমি।
সৌরভ দাশ শেখর বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বান্দরবানে লকডাউনে থাকা দুইশ’ গরীব ও অসহায় পরিবারকে আমার ব্যক্তিগত অর্থায়নে এসব চাল বিতরণ করেছি। আগামীতেও আমি এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, মহামারি রুখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ পরিবারের যত্ন নেয়ার পাশাপাশি সড়কে বের হলে সামাজিক দূরত্বে মেনে মাস্ক ব্যবহার করতে হবে।
এ বিষয়ে বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, প্যানেল মেয়র শেখরের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। এটা শিক্ষণীয় ও প্রশংসনীয় উদ্যোগ। এতে কর্মহীন মানুষগুলো উপকৃত হবে।
আরএইচ/এমএস