ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অসহায় কৃষকের ধান কাটছেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৭ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের কোরবান আলীর ৩০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তিনি।

মোজাম্মেল হোসেন কামরুল উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান।

jagonews24

এ বিষয়ে মোজাম্মেল হোসেন কামরুল বলেন, কৃষক কোরবান আলী এক একর জমিতে ইরি (বোরো) ধান চাষ করেন। কিন্তু লকডাউনে শ্রমিক সংকটের পড়ে ক্ষেতের ধান ক্ষেতেই নষ্ট হচ্ছিল। মঙ্গলবার সকালে নিজ হাতে ওই কৃষকের ধান কাটা শুরু করলে গ্রামের আরও ৬-৭ জন যুবক এতে অংশ নেন।

তিনি আরও জানান, কোরবান আলীর সম্পূর্ণ ধান ঘরে তুলতে আরও দুই দিন সময় লাগতে পারে। পার্শ্ববর্তী আরও কয়েকজন কৃষককেও সহযোগিতা করার চিন্তা করছেন তিনি।

এর আগের গত বছর করোনার লকডাউনেও পরিচিতজনদের নিয়ে ১০ দিনে অসহায় কৃষকদের ৩৭২ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন চেয়ারম্যান কামরুল।

jagonews24

কৃষক কোরবান আলী জানান, ক্ষেতের পাকা ধান নিয়ে দুচিন্তায় ছিলাম। চেয়ারম্যান নিজে উদ্যোগী হয়ে ধান কাটা শুরু করলে গ্রামের যুবকরাও তাতে অংশ নেন। প্রথম দিন ধান ঘরে তুলে অত্যন্ত খুশি প্রান্তিক কৃষক কোরবান আলী।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর বলেন, কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসাও একটি অনন্য গুণ। কামরুলের মতো অন্য জনপ্রতিনিধিরাও অসহায় কৃষকদের খোঁজ-খবর রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরএইচ/জিকেএস