ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ এপ্রিল ২০২১

বৈশাখের ১৪ দিন অতিবাহিত হলেও ঝিনাইদহে বৃষ্টির দেখা নেই। তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানির স্তর নিচে চলে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। ব্যাহত হচ্ছে সেচ কাজ। হুমকির মুখে কৃষি ব্যবস্থা।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে একটু বৃষ্টির আশায় ঝিনাইদহের শৈলকুপায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিস্কা) আদায় করেছেন উত্তর মির্জাপুরের মানুষ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে খোলা আকাশের নিচে নামাজ অনুষ্ঠিত হয়। পরে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মোহাম্মদ উল্যাহ।

এ বিষয়ে ইমাম মোহাম্মদ উল্যাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এ চাওয়াকে আরবিতে ‘সালাতুল ইসতিস্কা’ বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

উল্লেখ্য যে, গত সপ্তাহে একই উপজেলার আবায়পুর গ্রামের মাঠে মানুষ প্রথমবার বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’ নামাজ আদায় করেছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস