বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-বগুড়া চেলোপাড়া এলাকার শাকিলা খাতুন (৫৭), সিরাজগঞ্জের আব্দুস সোবাহান (৭১) এবং নওগাঁর দিলরুবা(৬৫)। এরা সবাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল হলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৬ এপ্রিল) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ১৪টি নমুনায় চারজনের পজিটিভ এসেছে।
বগুড়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৭৮ জন। মৃত্যু হয়েছে ২৯১ জনের। চিকিৎসাধীন ৯৮৪ জন।
এসআর/জেআইএম