ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ে অপহরণ নাটক!

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০২১

অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে পুলিশের কাছে ধরা খেয়েছেন হাবিুবুর রহমান (২৯) নামে এক যুবক। পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়রির পর সোমবার রাতে (২৬ এপ্রিল) টাঙ্গাইলের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

হাবিুবুর রহমান পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাসিপাড়া মহল্লার লেবু মিঞার ছেলে। পেশায় তিনি একজন পেল্ট্রি খামারি।

পুলিশ ও হাবিবুরের পরিবার জানায়, ১২ এপ্রিল দুপুরের পর ব্যক্তিগত কাজের কথা বলে বাসা থেকে বের হন হাবিবুর রহমান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। হঠাৎ তার নিখোঁজের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবার।

এরপর ১৬ এপ্রিল হাবিবুর তার স্ত্রী আছিয়া বেগমের কাছে নতুন একটি মোবাইল নম্বর দিয়ে ফোন করে বলেন, তাকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দিতে হবে।

এ ঘটনায় ১৮ এপ্রিল হাবিবুরের বাবা লেবু মিঞা পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর তথ্যপ্রযুক্তির ব্যবহার ও পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে সদর থানা পুলিশ ২৬ এপ্রিল রাতে টাঙ্গাইল জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দেনার জন্য আত্মগোপনে গিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের নাটক সাজিয়েছেন বলে জানান।

হাবিবুরের স্ত্রী আছিয়া বেগম বলেন, আমি একজন গৃহিণী। আমার হাতে এত টাকা নেই। পোল্ট্রি ব্যবসায় লোকসানের কারণে হাবিবুরের ধারদেনা রয়েছে। কিন্তু এই দেনার কারণে তিনি এমন করবেন, আমি স্বপ্নেও ভাবিনি।

সদর থানা পুলিশেরর ওসি আবু আককাছ আহমেদ বলেন, হাবিবুর আত্মগোপনে থেকে স্ত্রীর কাছে অর্থ আদায়ে অপহরণের নাটক সাজিয়েছেন। সাধারণ ডায়রির পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি দেনার জন্য অপহরণ ও মুক্তিপণের নাটক সাজানোর কথা জানান। টাঙ্গাইলের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয় এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সফিকুল আলম/এফএ/এএসএম