ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জ সদর হাসপাতালে সেন্ট্রাল লাইন থাকলেও নেই অক্সিজেন

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০২১

হবিগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা রোগীদের জন্য জেলা সদর হাসপাতালটিতে সেন্ট্রাল লাইন সংযোগ দেয়া হলেও পর্যাপ্ত অক্সিজেন নেই। এখানে অক্সিজেন সরবরাহ করা হয় সিলিন্ডারের মাধ্যমে।

ফলে সার্বক্ষণিক অক্সিজেন সেবা দেয়া সম্ভব নাও হতে পারে এমন শঙ্কায় রোগীরা হাসপাতাল বিমুখ হয়ে পড়েন। ফলে হাসপাতালে ভর্তি রোগী নেই বললেই চলে। একজন রোগীও ভর্তি নেই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সদর হাসপাতালের নতুন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় করোনা রোগীদের জন্য ১শ’ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেন আছে। বড় সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু লিকুইড অক্সিজেন নেই। যদি রোগী বেড়ে যায় তবে বেগ পেতে হবে।

তিনি বলেন, গুরুতর অসুস্থ না হলে বা মারাত্মক কোন উপসর্গ না দেখা দিলে বাড়িতে থেকেই চিকিৎসা নেয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় দুটি করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলা বাদে অন্য সাত উপজেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঁচটি করে মোট ৩৫ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র আরও জানান, জেলা সদর হাসপাতালে সোমবার পর্যন্ত ১৩ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো রোগী ভর্তি নেই। কোনো উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। সবগুলোতেই সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে যদি হঠাৎ সিলিন্ডার শেষ হয়ে যায় তবে তাৎক্ষণিক সিলিন্ডার রিফিল করে অক্সিজেন সরবরাহ করা অসম্ভব হয়ে পড়বে।

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩২০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭০ জন। আর মারা গেছেন ১৮ জন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস