ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৬ এপ্রিল ২০২১

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন, বগুড়া ঠনঠনিয়া এলাকার জোবেদা (৬৫) এবং শহরের নারুলী এলাকার ফরিদা (৭০)। এদের মধ্যে জোবেদা টিএমএসএস হাসপাতালে এবং ফরিদা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (২৫) এপ্রিল শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৮টি নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৯টি নমুনায় একজনের করোনা পজিটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনার ফলে সদরে ৪২ জন, আদমদিঘীতে দুইজন, কাহালুতে একজন ও নন্দীগ্রামে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪২৩ জন। আর মৃত্যু হয়েছে ২৮৮ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১১ জন।

এসএমএম/জিকেএস