ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে করোনায় একমাসে ৩৩ মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৬ এপ্রিল ২০২১

ফরিদপুরে মহামারি করোনা ভাইরাসে গত এক মাসে ৩৩ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসের ২৫ তারিখে মৃত্যুর সংখ্যা ছিল মোট ১২১ জন। এপ্রিল মাসের ২৪ তারিখ পর্যন্ত ১৫৪ জনে দাঁড়িয়েছে মৃত্যুর সংখ্যা।

একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। এবারের করোনায় অনেকের মৃত্যু হয়েছে আচমকা বা হঠাৎ করেই। একদিনেই মৃত্যু হয়েছে সর্বোচ্চ ৪ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী, জেলা সদরসহ ৯টি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৮৮৬ জন। এর ভেতর সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৫৪ জন।

গত ২৫ মার্চ জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৮ হাজার ৬৫১ জন। একমাস পর ২৫ এপ্রিল সেই সংখ্যা ৯ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। গত এক মাসেই আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন।

এদিকে জেলায় করোনা পরীক্ষার ও সমীক্ষার হারের কথা বললে বলতে হয় গতবারের তুলনায় মানুষের মাঝে করোনা পরীক্ষার সেই উৎসাহ নেই বললেই চলে। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই পরীক্ষার জন্য করোনা টেস্ট দিচ্ছে না। এর মূল কারণ মানুষ করোনা নিয়ে আর আগে মতো আতঙ্কিত না। যদি টেস্টের সংখ্যা বাড়ত তাহলে হয়ত শনাক্তের সংখ্যা আরও বেশি হত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, করোনার প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ অনেক বেশি শক্তিশালী। যার কারণে সংক্রমণ যেমন বেড়েছে একইসাথে বেড়েছে মৃত্যুও। মার্চ মাসে আক্রান্ত হয়েছিল ১৯৯ জন, সেখানে এপ্রিল মাসেই আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি।

তিনি আরও বলেন, জেলায় করোনা ভ্যাকসিন সংকটও রয়েছে। জেলায় প্রথম ডোজ দেয়া হয়েছিল ৫৯ হাজার ৫২২ জনকে। এ পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাওয়া গিয়েছে ৪৫ হাজার ৫শ।

এফএ/এএসএম