ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় দুই নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০২১

দিনাজপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে।

করোনায় মারা যাওয়া দুই নারী হলেন-দিনাজপুর সদর উপজেলার নুরেসাত বেগম ও বীরগঞ্জ উপজেলার আলেকা বেগম।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ১২ এপ্রিল নুরেসাত বেগমের নমুনা সংগ্রহ করা হয়। ১৩ এপ্রিল দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করে তার করোনা শনাক্ত করা হয়। এদিকে ১১ এপ্রিল বীরগঞ্জে আলেকা বেগমের নমুনা সংগ্রহ করা হয়। ১৪ এপ্রিল পরীক্ষায় তার করোনা শনাক্ত করা হয়।

শনাক্ত হওয়ার পর থেকে নুরেসাত বেগম দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও আলেকা বেগম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০৬ জনে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম