ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকদের সঙ্গে ধান কাটলেন কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৩ এপ্রিল ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষদের সঙ্গে ধান কেটেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শুক্রবার (২৩ আপ্রিল) সকালে উপজেলার যাত্রাপাশায় আনজইন হাওরে ধান কাটেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, দেশের ৮০-৮২ ভাগ মানুষ কৃষিতে সম্পৃক্ত। তাই কৃষিকে লাভজনক ও আধুনিকায়ন করতে হবে।

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সঞ্চালনায় ধান কাটা উৎসবে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) ড. অমিতাভ সরকার, কৃষি অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কৃষি অধিদফতর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জেআইএম