নোয়াখালীতে করোনায় আরও দু’জনের মৃত্যু
নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা মোট মৃতের সংখ্যা ১০৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৭৭ জনকে পরীক্ষা করে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তের হার ১৫ দশমিক ০৯ শতাংশ।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে জনগণকে সচেতন করার আপ্রাণ চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সিভিল সার্জন অফিস জানায়, নতুন আক্রান্ত ৭২ জনের মধ্যে নোয়াখালী সদরে ২০ জন, সূবর্ণচরে একজন, হাতিয়ায় দুইজন, বেগমগঞ্জে ২৮ জন, সোনাইমুড়িতে ১০ জন, চাটখিলে তিন জন, সেনবাগে চারজন, কোম্পানীগঞ্জে একজন ও কবিরহাটের তিনজন। জেলায় মোট আক্রান্ত সাত হাজার ১৯৬ জন। আক্রান্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৯০ শতাংশ।
আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৪১২ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ২৩ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৩জন। জেলায় চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা এক হাজার ৪১২ জন।
এফএ/এমএস