ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় যুবলীগ নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২২ এপ্রিল ২০২১

খুলনার দিঘলিয়া উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সজলের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি রেজার রোড আদর্শ গলির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর যুবলীগ নেতা পুলিশ হেফাজতে রয়েছেন।

এদিকে ঘটনার জের ধরে শান্ত (২০) নামের এক যুবককে পিটিয়ে মারাত্মক জখম করেছে করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি রেজার রোড আদর্শ গলি নামক স্থানে যুবলীগ নেতা সজল ও তার ভাই ইব্রাহিম খলিলের বাড়িতে অজ্ঞাতনামা ব্যক্তিরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে বাড়িতে থাকা যুবলীগ নেতার ব্যবহৃত মোটরসাইকেলের আংশিক পুড়ে যায় এবং বাড়ির একটি রুমের ভেতর আগুনের ফুলকি গিয়ে খাটের সামান্য ক্ষতি হয়।

অপরদিকে এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে কে বা কারা একই উপজেলার সুগন্ধী গ্রামের শান্ত নামের এক যুবককে পিটিয়ে পা ভেঙে দেন। পরে অজ্ঞাতরা তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রেখে পালিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে শান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন সরকার বলেন, বোমা হামলায় বাড়ির পাশে গ্যারেজে মোটরসাইকেলের কিছু অংশ পুড়েছে। কিছু কাচের বোতল দেখা গেছে। ঘরের ভেতরে খাটে একটি কর্নারে বালিশ ও তোশকের কিছু অংশ পুড়ে গেছে। যুবলীগ নেতা সজল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

আলমগীর হা্ন্নান/এসআর/এএসএম