নোয়াখালীতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৩, মৃত্যু ১
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন। আক্রান্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ। জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
বুধবার (২১ এপ্রিল) রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ১২৪ জন। মোট আক্রান্তের হার ৯ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১৭ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৩ জনের মধ্যে নোয়াখালী সদরে ছয়জন, সুবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ২৩ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে তিনজন, সেনবাগে দুইজন ও কোম্পানীগঞ্জে ছয়জন রয়েছেন।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩৮০ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৯ জন।
এসএমএম/জিকেএস