ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আলোকিত হলো বরিশালের প্রত্যন্ত অঞ্চলের ১১শ পরিবার

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

সদর উপজেলার চরকাউয়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ১১শ পরিবার শনিবার একযোগে বিদ্যুতের আওতায় এসেছে। একই সঙ্গে ওই এলাকায় উদ্বোধন করা হয়েছে ৩৩/১১ কেভি ১০ এমভির ১টি বিদ্যুত উপকেন্দ্র।

শনিবার দুপুরে চরকাউয়া গ্রামের বরিশাল-ভোলা সংযোগ সড়ক এলাকায় ১১শ পরিবারের বিদ্যুত সংযোগ প্রদান ও নবনির্মিত বিদ্যুত উপকেন্দ্রর উদ্বোধন করেন,বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ.আর খান।
 
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ.কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, বিদ্যুত এখন আর স্বপ্ন নয়,বাস্তব আর যা বাকী আছে সেটুকু অচিরেই পাওয়া যাবে। প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষের কাছে বিদ্যুত পৌঁছে দিতে তিনি সরকারি কর্মকর্তাদের সহায়তা করার জন্য স্থানীয় গ্রামবাসীর প্রতি অনুরোধ জানান।

সাইফ আমীন/এমএএস/আরআইপি