ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ঠাঁই নেই হাসপাতালে

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২১

পিরোজপুরের স্বরূপকাঠিতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ১৩৮ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্য ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ রোগী। এদের মধ্যে নারী ও শিশু রোগীর সংখ্যাই বেশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বলেন, আমরা রোগীদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি। রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ রয়েছে। এবার ডায়রিয়ার আক্রান্তের হার বেশি। এর হাত থেকে রক্ষা পেতে হলে সকলকে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরএইচ/এআরএ/এমআরএম