ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২০ এপ্রিল ২০২১

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে নমুনা সংগ্রহের আধ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে ফল।

মঙ্গলবার (২০ এপ্রিল) র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রথম ১০ জনের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চারজনের করোনা পজিটিভ আসে।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য মোংলা সরকারি হাসপাতালে প্রাথমিকভাবে ২০০ কিট এসেছে। সপ্তাহের শনি ও মঙ্গলবার করোনা রোগীর নমুনা সংগ্রহের কার্যক্রম চলবে হাসপাতালটিতে।

বাগেরহাট জেলা সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মোংলা একটি গুরুত্বপূর্ণ এলাকা। সবার সুবিধার্থে এখানে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে।’

করোনার প্রথম দফায় ২০২০ সালে মোংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন। দ্বিতীয় দফায় ২০২১ সালের এ পর্যন্ত আটজনের পজিটিভ পাওয়া গেছে। তবে করোনার দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের মাঝে নমুনা পরীক্ষায় বেশি আগ্রহী হতে দেখা গেছে। একইসঙ্গে টিকা নেয়ার প্রবণতাও বেড়েছে।

টিকা কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত মোংলায় প্রথম ডোজের ৮ হাজার ২৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৭৪৩ জন।

শওকত আলী বাবু/এসজে/জিকেএস