ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় ফরিদপুরে আরো চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:২১ পিএম, ২০ এপ্রিল ২০২১

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, মাদারীপুরের রাজৈরের বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন (৭১), রাজবাড়ী সদরের লক্ষ্মীপুরের আব্দুল মান্নান (৭৯), ঝিনাইদহ সদরের ইসরাইল আলী জোয়াদ্দার (৬৫) এবং ফরিদপুর সদরের ভাটি লক্ষ্মীপুরের আব্দুর রহমান (৬৬)।

ফরিদপুর সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৯৮৭ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) সরকারি হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৮ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৬ জন।

ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন আরও চারজন। এছাড়া জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের।

এসএমএম/এমকেএইচ