ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ট্রাক উল্টে ৩ জন নিহত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২১

কুমিল্লায় মালবাহী ট্রেলারের ধাক্কায় ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকামুখী একটি ট্রেলার পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী (৩৫) নিহত হন। এছাড়া এসময় ট্রেলারের চালক (৩৫) ও ট্রাকের হেলপারও (৫০) নিহত হন।

মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কামাল উদ্দিন/এসএমএম/জেআইএম