ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কল দিলেই অক্সিজেন পৌঁছে দেবে ছাত্রলীগ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৮:১৩ এএম, ২০ এপ্রিল ২০২১

পবিত্র রমজান মাসে কর্মহীন হয়ে পড়া মানুষ ও করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।

করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ইফতার, সাহরির খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, এমনকি করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সুবিধাসহ লকডাউনে কোনো রোগীকে হাসপাতালে নেয়ার জন্য পাঁচটি মোটরসাইকেল ও দুইটি প্রাইভেটকারের মাধ্যমে সেবা নিশ্চিতের ব্যবস্থা করেছে সংগঠনটি।

এসব সেবা পেতে দুইটি হটলাইন নম্বর দেয়া হয়েছে। এসব নম্বরে কল দেয়া মাত্রই চাহিদা অনুযায়ী সেবা পৌঁছে দেবে ছাত্রলীগ। নম্বর দুটি হচ্ছে- ০১৭১২৮৮১১৫৪ এবং ০১৭১১৫৭৪৩৬৩।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।

jagonews24

এ সময় অনি বলেন, চলমান লকডাউনের কারণে দরিদ্র শ্রমজীবী মানুষেরা কষ্টে দিনাতিপাত করছেন। তাদের কথা চিন্তা করে প্রতিদিন ৩০০ জনকে বিনামূল্যে ইফতার ও সাহরির খাবারের ব্যবস্থা করেছি। লকডাউনে যারা বাসা থেকে বের হতে পারছেন না তারা যদি আমাদের কল করে জানান তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের বাসায় পৌঁছে দেবে মহানগর ছাত্রলীগ কর্মীরা।

নওশেল আহমেদ অনি আরও বলেন, কোভিট-১৯ আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা নেয়ার জন্য প্রয়োজনীয় গাড়ি, তাৎক্ষণিক অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সহায়তায় ছাত্রলীগ এসব কাজ পরিচালনা করবেন বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জেআইএম