ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে জাসদ নেতাকর্মীদের পেটালো আওয়ামী সমর্থকরা

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৮ নভেম্বর ২০১৫

পঞ্চগড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতাকর্মীদের পিটিয়েছে বোদা উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী সমর্থক নেতাকর্মীরা। শুক্রবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্রে চা খাওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ মারপিটের ঘটনা ঘটে।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও জেলা আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ওই স্কুলে বোদা উপজেলা প্রামানিকপাড়া দাখিল মাদরাসার শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে সন্ধ্যায় নিয়োগের পরবর্তী প্রক্রিয়া চলছিল। এ সময় জেলা জাসদের প্রচার সম্পাদক ও জেলা যুব জোটের সভাপতি সাজ্জাদ আলম ভূট্টো, জাসদ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদসহ জাসদের কয়েকজন নিয়োগ পরীক্ষা কেদ্রে যায়। তারা ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবির কাছে চা খাওয়ার টাকা চান। এ নিয়ে ফারুক আলম টবির সঙ্গে থাকা বোদা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ঝামেলা শুরু হয়।

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জাসদ নেতা সাজ্জাদ আলম ভূট্টোকে বেধড়ক মারপিট করে। আওয়ামী সমর্থক ও ছাত্রলীগ নেতাকর্মীরা জাসদ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদের বড়ভাই সরিফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান বিথী ডিজিটালে হামলা চালায়। এ সময় তারা প্রতিষ্ঠানের সার্টার ভাঙচুরসহ তাদের বাড়ির মূল ফটকও ভাঙচুর করে। এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে পঞ্চগড় ঢাকা-মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশ ও জেলা আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি সামাল দেয়।

বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রামানিকপাড়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আলম টবি বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে পরবর্তী প্রক্রিয়া চলছিল। এ সময় জাসদ নেতাকর্মী পরিচয় দিয়ে কয়েকজন আমার কাছে চা খাওয়ার টাকা চায়। আমি তাদের প্রথমে ১০০ এবং পরে ৫০০ দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল শুরু করে। এ সময় আমার সঙ্গে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে গোলমাল বাধে।

জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলেন, একটি মাদরাসার নিয়োগ পরীক্ষায় ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবির কাছে জেলা জাসদের কয়েকজন চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে জাসদ নেতাকর্মীরা তাকে গালাগালসহ লাঞ্ছিত করার চেষ্টা করে। পরে আমাদের নেতাকর্মীরা তাদের উদ্ধার করে দলীয় কার্যালয়ে নিয়ে আসে।

তবে চাঁদা দাবি এবং চা খাওয়ার টাকা চাওয়ার কথা অস্বীকার করে জাসদ নেতা সাজ্জাদ আলম ভূট্টো বলেন, সেখানে রাতের আধারে নিয়োগ পরীক্ষা চলছিল। আমরা এর কারণ জানতে গেলে বোদা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর ঝাপিয়ে পড়ে।

সফিকুল আলম/এসএস/এমএস