খুলনা বিভাগ : সবচেয়ে বেশি মৃত্যু খুলনা জেলায়, কম মেহেরপুরে
খুলনা বিভাগে গত তিনদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এনিয়ে এ পর্যন্ত বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা জেলায়, আর সবচেয়ে কম মেহেরপুরে।
২০২০ সালের ১০ মার্চ থেকে খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। যারমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। খুলনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩৩ জন। আর সবচেয়ে কম মৃত্যু হয়েছে মেহেরপুরে, এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া, ১০০ জন। পর্যায়ক্রমে যশোর ৬৮, ঝিনাইদহে ৪৯, চুয়াডাঙ্গা ৪৮, সাতক্ষীরা ৩৭, বাগেরহাট ৩০, মাগুরা ২২ ও নড়াইলে ২১ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা এতথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন ২৬ হাজার ২৮১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫৭২ জন।
আলমগীর হান্নান/এসআর/জেআইএম