ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে আরও তিনজনের প্রাণ কাড়ল করোনা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:২২ পিএম, ১৮ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরে আরও তিনজনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪৪ জন।

মৃত তিনজনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

নিহতরা হলেন, পৌরসভার শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৪), শহরের বায়তুল আমান এলাকার মোসলেম উদ্দিন (৭৫) ও বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৫৯)।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬০১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন। রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৪ জনের।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.২৮ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই পুরুষ ও এক জন নারী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব থেকে নিজের সুরক্ষা এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এফএ/এমএস