ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : বগুড়ায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৩১ জন

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২১

মাত্র এক বছরে বগুড়ায় প্রায় সাড়ে ১১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২৭২ জন। গড় হিসেবে আক্রান্তের সংখ্যা মাসে ৯৩৮.৭৫ জন। আর প্রতিদিন আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩১.২৯ জন।

উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর এই হার বগুড়ায় সবচেয়ে বেশি। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বগুড়ায় গত বছরের ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার নশরৎপুরের ইউনিয়নের শাঁওইল কাঞ্চন পাড়া প্রথম করোনা রোগী ধরা পড়ে। এরপর ক্রমাগত বৃদ্ধির ফলে ২০২০ সালের ১৬ এপ্রিল থেকে চলতি বছরের ১৭ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ২৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৪টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ৯২ জন। আর জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৯৪১ জন।

সিভিল সার্জন ডা. গওসুল আযম বলেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগী ভর্তি কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজনীয় সাপোর্ট দেয়া যাচ্ছে না।

তিনি বলেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রয়োজনীয় লোকবল বাড়িয়ে করোনা ইউনিট বর্ধিত করার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এটা করা হবে।

এএইচ/এমকেএইচ