ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে, গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১

পটুয়াখালীর বাউফলে লাঠিসোটা দিয়ে আকলিমা আক্তার নামে এক নারীকে নির্যাতনের ঘটনায় নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) দুপরে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, শাকিল হোসেন, মো. শাহ আলম গাজী (৫০), মো. জাফর (৪০), মো. হৃদয় বিশ্বাস (১৯), মো. সজিব (১৯), মো. মনির মৃধা (৩৫), পারভেজ মীর (৩৫), ইউসুফ মৃধা (৩০) ও মো. আজিজুল হক (৪৫)। তারা সবাই বাউফল উপজেলার চরমিয়াজান এলাকার বাসিন্দা। 

jagonews24

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী বাবুল হাওলাদার ও অপর মেম্বারপ্রার্থী মো. কামাল সিকদারের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এসময় এ সময় বাবুল হাওলাদারের সমর্থকরা আকলিমা আক্তার নামে প্রতিপক্ষের এক সমর্থককে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। মারধরের সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করে।

আরএইচ/এমকেএইচ