খুঁড়িয়ে চলছে নোয়াখালীর কোভিড হাসপাতাল
নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ১২০ শয্যার কোভিড-১৯ হাসপাতাল। প্রতিষ্ঠার একবছর পরও নানা সমস্যায় জর্জরিত এ হাসপাতালটি।
হাসপাতালে সংকট রয়েছে ওষুধ, অক্সিজেন, বিদ্যুৎ ও নিরাপদ পানির। আগের বছর সরকারিভাবে ওষুধ সরবরাহ ও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হলেও এ বছর সে ব্যবস্থাও নেই।
জেলায় সংকটাপন্ন রোগীদের জন্য নেই কোনো আইসিউ সুবিধা। দক্ষ জনবল ও স্থাপনার অভাবে অব্যবহৃত পড়ে আছে দুইটি ভেন্টিলেটর।
এছাড়া নেই হাসপাতাল গেটে কোনো নিরাপত্তা ব্যবস্থা। ফলে করোনা রোগীরা যখন-তখন ওষুধ, পানিসহ প্রয়োজনী সামগ্রী কেনার জন্য বাইরে যেতে পারছেন। এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের।
কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাস বলেন, হাসপাতালে প্রয়োজনীয় জনবল সংকট রয়েছে। তবে অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।
উলেখ্য, নোয়াখালীতে এপর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৮২৩ জন। এছাড়া এপর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৯ জনের।
এসএমএম/এমএস