ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যে কারণে ব্যতিক্রম ‘আদমজী জামে মসজিদ’

এস কে শাওন | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২১

কেউ বলে ‘খোলা মসজিদ’ আবার কেউবা বলে ‘দরজা-জানালা ছাড়া’ মসজিদ। তবে মসজিদটির প্রকৃত নাম ‘আদমজী জামে মসজিদ’। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী জেনেভা ক্যাম্পের পাশে মসজিদটির অবস্থান।

এই মসজিদের বিশেষ আকর্ষণ হচ্ছে এর কোনো দরজা-জানালা নেই। আর দরজা-জানালা না থাকায় অন্যান্য মসজিদ থেকে ব্যতিক্রম আদমজী জামে মসজিদ। বিশেষ করে ছুটির দিনগুলোতে (দুই ঈদ, শবে বরাত, শবে কদর) অনেকেই এ মসজিদে নামাজ পড়তে আসেন। পাশে একটি পুকুর থাকায় মসজিদটিতে সবসময় শীতল পরিবেশ বিরাজমান।

jagonews24

আদমজী জামে মসজিদে আছে দৃষ্টিনন্দন একটি গম্বুজ। রয়েছে সুন্দর একটি মিনার। মসজিদটিতে প্রায় দুই হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারেন।

১৯৫২ সালে আদমজী জুট মিল কর্তৃপক্ষ দুই একর জায়গায় মসজিদটি প্রতিষ্ঠা করে। জুট মিল বন্ধ হওয়ার আগ পর্যন্ত মসজিদটির সব ব্যয় মিল কর্তৃপক্ষ বহন করত। ২০০২ সালের ৩০ জুন মিল বন্ধ হওয়ার পর মসজিদের রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে বিপাকে পড়েন এলাকাবাসী। মিল বন্ধ হওয়ার পর জুট মিল কর্তৃপক্ষ মসজিদের ফ্যান, মাইক ও সাইন্ড বক্স খুলে নিয়ে যায়। পরে এলাকাবাসীকে নিয়ে মসজিদ রক্ষণাবেক্ষণের হাল ধরেন আদমজী উম্মুল ক্বোরা স্কুলের প্রধান শিক্ষক হাকিম মো. জয়নুল আবেদীন। তিনি এখন মসজিদ কমিটির সভাপতি।

jagonews24

জাগো নিউজের সঙ্গে কথা হয় তার। মসজিদটি দরজা-জানালা ছাড়া কেন তৈরি করা হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও মানুষ যে কোনো সময় আল্লাহর ঘরে সিজদাহ করতে চাইলে মসজিদে আসতে পারবেন। মসজিদে কোনো তালা থাকবে না। ওই দৃষ্টিকোণ থেকেই আদমজী জুট মিল কর্তৃপক্ষ এভাবে মসজিদটি তৈরি করেছে।

মসজিদের জন্য সরকারি কোনো সহায়তা নেয়া হয়েছে কি-না, জানতে চাইলে মসজিদ কমিটির এই সভাপতি জানান, ‘মসজিদের পুকুরের পাশে দেয়াল করার জন্য কিছুদিন আগে আমরা ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করেছি। হয়তো করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এখনও সহায়তা পাইনি।’

jagonews24

২০০২ সাল থেকে মসজিদটির ইমামের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মো. সোলাইমান। তিনি জানান, অনেক মসজিদের পাশে দোকান থাকে। সেখান থেকে নির্দিষ্ট একটা অর্থ আসে। তবে আদমজী জামে মসজিদের নির্দিষ্ট কোনো আয় নেই। মসজিদের কয়েকটা ফল গাছ আছে ও মসজিদের পুকুরে মাছ আছে। এগুলো বিক্রি করে কিছু অর্থ আসে। আর প্রতি জুমায় মুসল্লিরা দান করেন।এগুলো দিয়েই মসজিদের খরচ বহন করা হয়।

কথা হয় আদমজী জামে মসজিদ কমিটির সদস্য জসিমউদ্দিনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা যখন এ মসজিদের হাল ধরি তখন এমনও সময় গেছে আমরাই মসজিদ ঝাড়ু দিয়েছি। তবে এখন সবার সহযোগিতায় মসজিদটি আধুনিকায়ন হয়েছে। এখানে ইমাম-মুয়াজ্জিন ছাড়াও দুজন খাদেম রয়েছে।’

jagonews24

সরকারি সহায়তার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উপ-পরিচালক জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা মসজিদের আবেদনের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়েছি। করোনা পরিস্থিতির কারণে আপাতত অনুদান দেয়ার কার্যক্রম বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ কাযক্রর্ম চালু হবে।’

এস কে শাওন/এসআর/জেআইএম