ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শারীরিক অবস্থার অবনতি, ঢাকায় আনা হচ্ছে এমপি বাদশাকে

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।

তিনি বলেন, ‘বাদশা ভাইকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে। তার সঙ্গে তার সহধর্মিণী গেছেন। ঢাকার পিজি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হবে। বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় যাচ্ছেন।’

jagonews24

বুধবার (১৪ এপ্রিল) নমুনা পরীক্ষার ফল হাতে পান এমপি বাদশা। পরে রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন।

দেবাশিষ প্রামাণিক দেবু জানান, বাদশা তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নিজের করোনা শনাক্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফজলে হোসেন বাদশা নিজেই।

ফয়সাল আহমেদ/এসআর/জিকেএস