ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আনারসভর্তি পিকআপে মিলল গাঁজা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২১

ঝিনাইদহে একটি পিকআপে আনারসের ভেতর থেকে সাত কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় দুই জনকে আটক করে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।

jagonews24

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পৌর এলাকার মহিষাকুন্ডুতে খাগড়াছড়ি থেকে একটি পিকআপে আনারসের ভেতর গাঁজা আনা হচ্ছে, এমন খবর পেয়ে ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।

তিনি আরো জানান, এসময় একটি পিকআপে আনারসের মাঝে রাখা সাড়ে সাত কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/জিকেএস