নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২
নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৯৯ জনের।
গত ২৪ ঘণ্টায় জেলায় আরো আক্রান্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৮১৩ জন।
বুধবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিসের ফেসবুক পোস্টে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার শতকরা ১৫ দশমিক ৪৪ শতাংশ।
এরমধ্যে নোয়াখালী সদরে ১৭ জন, সূবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে নয়জন, সোনাইমুড়িতে পাঁচজন, চাটখিলে পাঁচজন, সেনবাগে একজন, কোম্পানীগঞ্জে একজন ও কবিরহাটে দুইজন রোগী রয়েছেন।
তবে বুধবার কোনো রোগী সুস্থ হননি। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ১৭ শতাংশ।
এছাড়া জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এক হাজার ১৮৪ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ২০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সাতজন।
প্রসঙ্গত, উপজেলা ভিত্তিক করোনায় মোট রোগী রয়েছে নোয়াখালী সদরে দুই হাজার ১৫২ জন, সুবর্ণচরে ৩৭০ জন, হাতিয়ায় ১৪৩ জন, বেগমগঞ্জে এক হাজার ৪৪৪ জন, সোনাইমুড়ীতে ৪৩৯ জন, চাটখিলে ৩২৭ জন, সেনবাগে ৪২৮ জন, কোম্পানিগঞ্জে ৭৫৩ জন ও কবিরহাটে ৭৫৭ জন।
এসএমএম/জেআইএম