ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা : পুলিশের গুলি

প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ম্যাজিস্ট্রেট। দখলদারদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বিশ্বকলোনীর লেকসিটি হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এ হাউজিং সোসাইটিতে অবৈধ দখল উচ্ছেদ করতে যায় চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় আকবর শাহ থানার অফিসার ইন চার্জ সদীপ কুমার দাশ জানান, লেকসিটি হাউজিং সোসাইটির বেশকিছু জায়গা স্থানীয় প্রভাবশালী বস্তির মালিকরা দখল করে রেখেছিল। দুপুরে চসিকের ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদারদের সেখান থেকে উচ্ছেদের জন্য যায়।  

এসময় বস্তির মালিকরা সেখানকার লোকজনকে উত্তেজিত করে সংঘবদ্ধ করেন। এরপর তারা দলবল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালাতে যান। পুলিশ বাধা দিলে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি করে।

জীবন মুছা/এসএইচএস/পিআর