ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সস্ত্রীক করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ডা. অসীম কুমার ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরদিন শুক্রবার বিকেলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই।

আরএইচ/জেআইএম