ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে দুই লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০১:২২ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে দুই লাখ ৬০ হাজার ৪শ’ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা এসব অবৈধ কারেন্টজাল জব্দ করে।

বৃহস্পতিবার দুপুর ১টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ জাগো নিউজকে জানান, মেঘনা মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলি-৩ লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় লঞ্চটি তল্লাশি চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করে কোস্টগার্ড জেটিতে নিয়ে আসা হয়।

এরপর বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের ডাকাতিয়া নদীর পাড় কোস্টগার্ড জেটিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের মূল্য ৫২ লাখ আট হাজার টাকা। নৌ পথে নিরাপত্তা অবৈধ মালামাল পাচাররোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ইকরাম চৌধুরী/এআরএ