ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে আইসোলেশনে থাকা ৩ করোনা রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০১:৫৭ এএম, ১০ এপ্রিল ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ তিনজন মারা গেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মারা যান। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের হিমা খাতুন (৭৫), শহরের ব্যাংক কলোনির বাসিন্দা মনির চৌধুরী (৫৯) ও হাইমচরের আলগী বাজার এলাকার কমলাপুর গ্রামের তাজুল ইসলাম (৭০)।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ঈসারুহুল্লা বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে ৩ এপ্রিল তাজুল ইসলাম, ৭ এপ্রিল রহিমা খাতুন ও মনির চৌধুরী ভর্তি হন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ বাড়ি পৌঁছানো, কাফন ও দাফনের ব্যবস্থা করা হবে।

এদিকে, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে চলতি বছরের ৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এক বছরে চাঁদপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৩৪৬৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৭ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন। এই এক বছরে ৮ উপজেলা থেকে ২১ হাজার ৬৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সদর হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১১০ জনের।

নজরুল ইসলাম আতিক/জেডএইচ