পটুয়াখালীতে করোনায় এক বৃদ্ধের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর বাউফলে শামসুল হক (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি জেলার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, গত মঙ্গলবার (৬ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হন শামসুল হক। পরদিন বুধবার কালাইয়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে মৃত্যু হয়েছে ৪৬ জনের।
এসএমএম/এমএস