ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৈশাখী পোশাক না পেয়ে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৮ এপ্রিল ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈশাখী উৎসবের পোশাক কিনে না দেয়ায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরিফা খাতুন (১৩) নামের এক কিশোরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে তারমরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজী গ্রামের শামছুল হকের মেয়ে। সে চররকুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সবার অজান্তে আরিফা তার নিজ ঘরের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। একসময় তার মা জাহেনুর বেগম ঘরে প্রবেশকালে মেয়েকে ঘরে ঝুলতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে জড়ো হয়। খবর পেয়ে পুলিশে মরদেহ উদ্ধার করে।

শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী উৎসবের পোশাক চেয়েছিল। কিন্তু তার বাবা-মা বৈশাখী উৎসবের পোশাক কিনে না দেয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এ বিষয়ে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মো. মাসুদ রানা/এসজে/জিকেএস