ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে তেল শোধনাগারে আগুন

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৩:০৮ এএম, ০৮ এপ্রিল ২০২১

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে বড়গাঁও চার হাজার ব্যারেল তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ আগুন লাগে।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, রাত পৌনে ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও চার হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছে। দীর্ঘ চেষ্টা চালিয়ে তারা রাত পৌনে ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। এটি তেল শোধনাগার কর্তৃপক্ষই বলতে পারবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর