গাজীপুরে ৭ দিনে করোনায় ১০ জনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সাতদিনে গাজীপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৩০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৪৬২ জন। জেলায় এ পর্যন্ত ৬৭ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায়ভাইরাসে ৭৯ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদরে ৪৭জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, কালিয়াকৈর উপজেলায় ৭ জন, শ্রীপুর উপজেলায ১৪ জন ও কাপাসিয়া উপজেলার একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, জেলার ১১টি টিকাদান কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনকে টিকা দেয়া হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৭৭৫ জনকে টিকা দেয়া হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস