ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা মেডিকেলে ফের শুরু করোনার নমুনা পরীক্ষা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:০১ পিএম, ০৬ এপ্রিল ২০২১

কিছুদিন বন্ধ থাকার পর সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা চালু হয়েছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিনই প্রায় ৩০ থেকে ৪০ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে রিপোর্ট দেয়া হচ্ছে।

তবে নমুনা বেশি হলেও তা পরীক্ষা করে যথাসময়ে রিপোর্ট দিতে পারবেন বলে জানিয়ের মেডিকেল কলেজের টেকনিশিয়ানরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে মোট ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ২৫ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠাচ্ছে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০টি নমুনা আমরা পাচ্ছি। যা পরীক্ষা করে রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ‘সাতক্ষীরায় করোনা পরীক্ষা হচ্ছে এটা অনেকেই জানেন না। প্রচার হলে আরও বেশি নমুনা আসবে পরীক্ষার জন্য।’

আহসানুর রহমান রাজীব/এআরএ/জেআইএম