ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলবে : পর্যটনমন্ত্রী

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের সহজতর যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনে সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে।

বুধবার বিকেলে গোয়াইনঘাটের জাফলং ও জৈন্তাপুরের লালাখাল পরিদর্শন শেষে নাজিমগড় নর্দান রিসোর্টে পর্যটনের উন্নয়ন ও বিকাশ শীর্ষক আলোচনায় তিনি এ আশ্বাস দেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আরও বলেন, সিলেটের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ, সহজতর যোগাযোগ ব্যবস্থাসহ সব ধরনের সুযোগ-সুবিধা গড়ে তুলতে সরকারের গৃহীত পদক্ষেপ দ্রুত এগিয়ে চলছে।

এর আগে তিনি বিজিবির ফাঁড়ি এলাকা, পর্যটন মোটেল, জাফলং গ্রিন পার্ক গেস্ট হাউজ পরিদর্শন করেন। জাফলং ও লালাখাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছ উল আলম মণ্ডল, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ট্যুরিস্ট পুলিশ সিলেটের ডিআইজি সোহরাব হোসেন, সিলেটের এএসপি নয়মুল হাসান, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন প্রমুখ।

সকালে প্রথমে তিনি বিজিবির ফাঁড়ি এলাকা, পর্যটন মোটেল, জাফলং গ্রিন পার্ক গেস্ট হাউজ ও দুপুরে জৈন্তাপুরের লালাখাল পরিদর্শন করেন।

ছামির মাহমুদ/এমজেড/পিআর