ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরের ৮ জেলায় পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৫:১৩ এএম, ১১ নভেম্বর ২০১৪

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এম এ মজিদ মঙ্গলবার সকালে এ ধর্মঘটের ডাক দেন।

মজিদ জানান, যুবলীগ নেতা ইমরান হত্যার প্রতিবাদে তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন তিনি।

মজিদ বলেন, ‘ইমরান হত্যায় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো সদস্য জড়িত নয়। আন্তঃকোন্দলে তিনি মারা গেছেন।’

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানকে (৩৫) সোমবার গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইমরানের সমর্থকরা।

এ সময় উভয় গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় তিনটি বাস ও একটি অটোতে অগ্নিসংযোগ করা হয়।