কাহালুতে বাস উল্টে ২ জন নিহত
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে কাহালু উপজেলার ভাগদুগরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকালী বাজারের বাস হেলপার জয়ন্ত বসাক (২২) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মহিষমান্ডা গ্রামের সিহাব উদ্দীন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর থেকে বগুড়ায় আসার পথে রিপন এন্টারপ্রাইজ নামের একটি বাস এক মোটরসাইকেল আরোহীকে রক্ষা করার জন্য ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলাপারসহ দুজন নিহত হয়। আহত হয় ওই বাসের আরও ১৫ যাত্রী।
কাহালু থানা পুলিশের এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
লিমন বাসার/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে