ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০:১৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী বাপ্পি মিয়াকে মৃত্যুদণ্ড এবং অপর ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়াও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বাপ্পি মিয়াকে।

বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম ছাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়া শহরের জয়পুরপাড়ায় যৌতুকের দাবিতে ২০০০ সালের ১৫ জুন ৭ মাসের গর্ভবতী স্ত্রী কোহিনুরকে (২০) নির্যাতন করে হত্যা করে স্বামী বাপ্পি মিয়া (২২)। এ ঘটনায় নিহত কোহিনুরের বাবা আবুল হোসেন ফকির বাদী হয়ে ওই দিন জামাই বাপ্পি মিয়া, তার রানী বেগম, আয়েফা, পাপ্পু মিয়া ও টুটুলকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১০ নভেম্বর ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৫ বছর পর বুধবার এ মামলায় স্ত্রী হত্যাকারী বাপ্পি মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানাসহ অপর ৩ আসামিকে খালাস প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট নরেশ মুখার্জি জানান, বিয়ের পর থেকেই স্বামী বাপ্পি মিয়া কোহিনুরকে যৌতুকের দাবিতে নির্যাতন করতো। নিহত স্ত্রী ৭ মাসের সন্তান সম্ভবা ছিলেন। রাষ্ট্রপক্ষের ৮ জন স্বাক্ষী মামলায় স্বাক্ষ্য প্রদান করেছেন।

লিমন বাসার/এমএএস/আরআইপি