ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জনমানবশূন্য কুয়াকাটা সমুদ্র সৈকত

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০১ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৩১ মার্চ) রাত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে মাইকিং করেছে ট্যুরিস্ট পুলিশ।

এতে বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের মধ্যেই খালি হয়ে যায় পুরো সৈকত এলাকা। ফাকা হয়ে যায় আবাসিক হোটেলগুলোও। বন্ধ হয়ে যায় খাবার হোটেল, চা-কফিসহ ট্যুরিস্টনির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠান।

jagonews24

এই সৈকতে শত শত পর্যটকদের গোসল আর উল্লাসে মেতে ওঠা চিত্র প্রতিদিন থাকলেও এখন জনমানবশূন্য।

jagonews24

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোতালেব শরীফ জাগো নিউজকে বলেন, ‘গতকাল রাতেই আমরা সব হোটেল মালিকদের জানিয়ে দিয়েছি আজ থেকে কোনো পর্যটক রাতযাপন করবে না।’

jagonews24

ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন জাগো নিউজকে বলেন, ‘আজ সকালের মধ্যেই আমরা সব পর্যটককে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। নতুন করে কোনো পর্যটক কুয়াকাটায় ঢুকতে দেয়া হবে না।’

এসজে/জেআইএম