ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সারাদেশে নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৩:০০ এএম, ১১ নভেম্বর ২০১৪

চট্টগ্রামসহ সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপথে নিরাপত্তাসহ শ্রমিকদের দেওয়া চার দফা দাবি মেনে নেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- কোস্টগার্ডের ডিজি, বিআইডব্লিউটিসির ডিজি এবং শ্রমিক সংগঠনের নেতারা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে নৌপথের নিরাপত্তায় কোস্টগার্ড ও জেলা পুলিশ যৌথভাবে টহল দেবে। এ ছাড়াও বুধবার থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে নৌপথের নিরাপত্তায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণার পর রবিবার আবার দুটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সোমবার রাত থেকেই শ্রমিকরা কাজ শুরু করলে সমস্যার সমাধান হবে বলে জানা গেছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, ঢাকায় বিকেলে অনুষ্ঠিত নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপথের নিরাপত্তাসহ শ্রমিকদের দেওয়া চার দফা দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়। এখন আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে তিনি আশা করেন।

জানা গেছে, ডাকাতি ও অপহরণের প্রতিবাদে লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিলেন। ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরে সব ধরনের পণ্য খালাস ও পরিবহন থেকে বিরত ছিলেন সংগঠনের লক্ষাধিক শ্রমিক। রবিবার বিকেলে বন্দর রেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠানে নৌমন্ত্রীর নির্দেশনায় সন্ধ্যায় ডিআইজি শফিকুল ইসলামের সঙ্গে বৈঠকে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে নিখোঁজ শ্রমিকদের খুঁজে দেওয়াসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রমিকরা। তবে বৈঠকে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ফেডারেশনের নেতারা অনুপস্থিত ছিলেন। কিন্তু রবিবার রাতেই মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মাস্টার শোয়েব ও ওয়াটার হ্যান্ড নামে দুটি জাহাজে ডাকাতি হয়।

নৌযান শ্রমিদের ধর্মঘটে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রবিবার চট্টগ্রাম এসে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, যে সব এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে সেসব এলাকা চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হবে। এ লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে নৌপথের সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হবে। নদীপথের নিরাপত্তায় নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে যাবে। তাদের সাপোর্টে প্রয়োজনীয় উপকরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, বৈঠকে আমাদের পক্ষ থেকে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে নিখোঁজ শ্রমিকদের খুঁজে দেওয়াসহ ৭ দফা দাবি ডিআইজি কর্তৃক মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু রবিবার রাতেই মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মাস্টার শোয়েব ও ওয়াটার হ্যান্ড নামে দুটি জাহাজে ডাকাতি হয়। ফলে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রেখেছিলেন। তবে এখন আর কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কর্ণফুলী-৫ নামে একটি সারবাহী লাইটার জাহাজ সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি রাত ২টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাত্তিরখাল নামক স্থানে ডাকাতের কবলে পড়ে। এর পর জাহাজে থাকা ১১ জন লাইটার শ্রমিকের মধ্যে ৭ জনই নিখোঁজ হন।