ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৫ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজা ও ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভোরে কসবা বর্ডার আউটপোস্টের (বিওপি) টহল কমান্ডার মো. নুরুল হকের নেতৃত্বে কসবা উপজেলার আকসিন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ভোর সাড়ে ৪টার দিকে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মঈনপুর বিওপির টহল দল একই উপজেলার রাউতখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।

madok

এদিকে সকাল সাড়ে ৭ টায় কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল হুইস্কি ও মনিয়ন্দ বিওপির টহল দল ৪৭ বোতল হুইস্কি উদ্ধার করে।

১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির মাদকবিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস