নেত্রকোনায় ১০ মাসে ৫৪ খুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনায় দিন দিন বেড়েই চলেছে খুনের ঘটনা। আর এর মধ্যে পড়ছেন কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। জেলায় ১০ মাসে খুন হয়েছেন ৫৪ জন। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে আরও অবনতি হতে পারে জেলার আইন শৃঙ্খলা ব্যবস্থার।
গত ২৩ অক্টোবর দুর্গাপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অরুণ সাহা (৫২) ও তার স্ত্রী হেনা রানী সাহা (৪৪) নিজ বাসার তিন তলার শয়ন কক্ষে খুন হয়। একদিন পর উদ্ধার হয় কলমাকান্দায় ব্যবসায়ীর বস্তাবন্দি গলা কাটা মরদেহ। এসব ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে।
জেলা পুলিশের দেয়া তথ্য মতে, জানুয়ারি মাসে খুন হয়েছে ৫ জন, ফেব্রুয়ারি মাসে ১ জন, মার্চ মাসে ৭ জন, এপ্রিল মাসে ৪ জন, মে মাসে ৬ জন, জুন মাসে ৭ জন, জুলাই মাসে ৭ জন, আগস্ট মাসে ৬ জন, সেপ্টেম্বর মাসে ৫ জন আর অক্টোবর মাসে খুন হয়েছে ৬ জন। গত দশ মাসে জেলায় এই ৫৪টি খুনের ঘটনায় উদ্বিগ্ন জেলার ব্যবসায়ীসহ সচেতন মহল।
জেলা সুজন ( সুশাসনের জন্য নাগরিক) এর সভাপতি শ্যামলেন্দু পাল জাগো নিউজকে বলেন, আসামিদের সঠিক সময়ে গ্রেফতার না করা, বিচারহীনতা, রাজনৈতিক চাপে আসামিদের না ধরার কারণে বাড়ছে খুনের ঘটনা।
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস জাগো নিউজকে বলেন, দুর্গাপুরে ব্যবসায়ী দম্পতি খুনের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়ার একমাস পরও ঘটনার কারণ জানতে পারেনি পুলিশ ।
দুর্গাপুরে খুন হওয়া ব্যবসায়ীর ছেলে সুজিত সাহা জাগো নিউজকে বলেন, মা-বাবা খুনের ঘটনার প্রকৃত আসামিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনার সময় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জয়দেব চৌধুরী জাগো নিউজকে বলেছিলেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে তিনি এ ঘটনার একমাস পর জাগো নিউজকে জানান, চাঞ্চল্যকর এ ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে।
জোড়া খুনসহ প্রতিটি খুনেরই আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক।
কামাল হোসাইন/এসএস/এমএস